how to become a ration Dealership: কিভাবে হওয়া যায় রেশন ডিলার? কিভাবে আপনি হবেন? তা জেনে নিন।

Ration Dealership Application: রেশন দোকান কী সকালেরই জানা আছে। বিশেষ ভাবে করোনার আতঙ্কে লকডাউন এর সময়ে রেশনর প্রয়োজনীয়তা সাধারণ মানুষ ভাল ভাবে উপলব্ধি করেছে। রেশন দোকানের যিনি দণ্ডমুণ্ডের কর্তা একে যে রেশন ডিলার বলে সেটা আমরা সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন, আপনি নিজেই হতে পারেন এক রেশন ডিলার?

যারা নতুন কাজ খুজছে তাঁদের জন্য খুব ভালো একটা কেরিয়ার হতে পারে রেশন ডিলার। কিন্তু এটি মাথায় রাখা দরকার রেশন ডিলার কোনও সরকারি চাকরি না। এটি অনেকটা ব্যবসার মতো। তবে সরকারি নিয়ম মেনে একটি সিমার মধ্যে থেকে কাজ করতে হয়।

এখানে আয় করার জায়গাটাই হল আপনার অধীনে থাকা রেশন গ্রাহকদের মধ্যে খাদ্যশস্য ঠিক পরিমানে বিতরণ করার বিনিময়ে গ্রাহক প্রতি পাওয়া কমিশন। খাদ্য সরবরাহ মন্ত্রক এই কমিশন দিয়ে থাকে ডিলারদের। তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, কমিশন বাবদ এক একজন রেশন ডিলারের আয় খুব একটা ফেলনা নয়। একটি সাধারণ চাকরি থেকে অনেক সম্মানজনক উপায় হতে পারে রেশন ডিলার হওয়া। তবে এখানে পরিস্থিতি সামলে পুরু ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার বুদ্ধিমত্তা থাকা দরকার। অল্পতে মেজাজ গরম করলে হবেনা।

তবে কি পদ্ধতিতে হবেন রেশন ডিলার? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আজকের আমরা সেটাই বলব কি পদ্ধতিতে রেশন ডিলার হওয়ার জন্য আপনি সরকারের কাছে আবেদন জানাবেন।

রেশন ডিলার হতে হলে আবশ্যিক যোগ্যতা কী?

(1) যে জায়গার রেশন ডিলার পদের জন্য আবেদন করবেন আপনি সেই এলাকারই বাসিন্দা হওয়া দরকার। এটির জন্য খাদ্য সরবরাহ দফতরের নিয়ম অত্যন্ত কঠিন।

(2) নূন্যতম মাধ্যমিক পাস হওয়া দরকার। শিক্ষা সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সময় জমা দিতে দরকার সরকারের কাছে।

(3) রেশন ডিলার হতে হলে আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মাঝে হতে হবে।

WhatsApp Group Join Button Join Our WhatsApp Group

আবেদন করার জন্য জরুরি কাগজ পত্র

(1) অ্যাপ্লিকেশন ফি ডিপোজিটের চালান (রেশন ডিলার পদে আবেদনের জন্য কামেতে ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। সংশ্লিষ্ট জায়গায় সেই ফি জমা দেওয়ার চালান আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে)।

(2) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো।

(3) আবেদনকারীর সাইন। (অনলাইনে আবেদন করলে এই ছবি ও স্বাক্ষর ডিজিটাল হবে)

(4) শপ কাউন্টার ও গোডাউনের জমি সংক্রান্ত নথি।

(5) তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন।

(6) দোকান ও গোডাউনের জমির‌ ট্যাক্সর রিসিপ্ট।

(7) অডিট রিপোর্ট।

একটি কথা মাথায় রাখবেন, রেশন ডিলারের জন্য আবেদন জানানোর জন্য আপনার কাছে রেশন দোকান এবং খাদ্য সামগ্রী মজুত করে রাখার জন্য গোডাউন থাকা দরকার। এটা আপনার নিজের মালিকানাধীনও হতে পারে, অথবা কারোর থেকে ভাড়া নিতে পারেন। ভাড়া নিলে তা সঠিক পদ্ধতিতে চুক্তি করতে হবে। এই সংক্রান্ত জরুরি নথি ও যেখানে রেশন দোকান ও গোডাউন করতে চান সেই সংক্রান্ত জায়গার পরিমাপ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

Icon Check It Out!

*রেশন ডিলার এর জন্য আবেদনর পদ্ধতি **

অনেক চাকরির মতো এই পদের জন্যও বিজ্ঞপ্তি বার করে রাজ্য সরকার। তবে এখানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করে। যদিও এটি সরকারি চাকরি নয়। রেশন ডিলার এর জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়াতেই আবেদন জানাতে পারেন। কীভাবে এই আবেদন জানাবেন এটাই আপনাদের সামনে তুলে ধরলা আমরা-

অনলাইনে আবেদন কারণ, রেশন ডিলার হতে

(1) প্রথমে https://food.wb.gov.in/ এই লিঙ্কে যান তারপর“Apply for FPS Dealership” -এ ক্লিক করুন।

(2) তারপর জেলা আনসারে খালি জায়গার তালিকা দেখতে পাবেন। সেখানে আপনি আপনার জেলার জন্য রেশন ডিলারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বেছে নিন। তারপর Apply Now -এ ক্লিক করুন।

(3) তারপর একটি হোম পেজ আসবে সেখানে মোবাইল নম্বর রেজিস্ট্রি করতে হবে। এটির জন্য যে ধাপগুলি আসবে সেটা খুব সহজেই করতে পারবেন।

(4) এর পরের পেজে ডিলারের জায়গায় নিয়োগ ও সেই সংক্রান্ত অনেক শর্তাবলী দেওয়া থাকবে। এই গুলি ভালো ভাবে দেখে নিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তারপর যে পেজটি আসবে সেখানে নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিয়ে দিন ।

(5) এখন আপনার বাড়ির ঠিকানা দিতে হবে। এর জন্য খুব অধিশ্রয় ঠান্ডা মাথায় বিষয়টি পূরণ করবেন, এর কারণ এটি খুব জরুরি। গ্রাম, মৌজা, পুলিশ স্টেশন, ব্লক ,সাব-ডিস্ট্রিক্ট, জেলা, পিন কোড এগুলি ভুল না করে ঠান্ডা মাথায় বসান। এর সাথে আবেদনকারীর মোবাইল নম্বর ও শিক্ষাগত যোগ্যতা ঠিক ভাবে দিতে হবে। তারপর আপনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিনা জানাবেন। এবং শেষে Proceed to Next এই অপশনে সিলেক্ট করুন।

(6) এখন আপনি যেই জায়গায় রেশন দোকান দিতে ইচ্ছুক এবং যে জায়গায় গোডাউন সেই সম্বন্ধে জায়গার যাবতীয় তথ্য সম্পূর্ণ ঠিকানার সাথে উল্লেখ করুন। আপনার রেশন দোকানের জমিটি কীরূপ, রেশন দোকানের শপ কাউন্টার ও স্টোরেজ গোডাউন পাকা কিনা, শপ কাউন্টার ও স্টোরেজ গোডাউন এক সাথে আছে কিনা, রেশন দোকান ভাড়া নেওয়া হল কিনা আপনার নিজের জায়গার উপর সেটি তৈরি, শপ কাউন্টার ও গোডাউনটি কী দিয়ে তৈরি করা হয়েছে এই সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিন। শেষে Proceed to Next অপশনে ক্লিক করবেন।

(7) এখন আপনার সামনে অনেকগুলি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর ধৈর্য ধরে একের পর এক ঠিকভাবে দিন।

(8) পরের পেজে Terms and Conditions দেওয়া হবে। সেই জায়গায় accept অপশন সিলেক্ট করুন। তারপর PROCEED TO UPLOAD DOCUMENTS অপশনে ক্লিক করে জরুরি নথিগুলো ঠিকভাবে আপলোড করুন।

(9) এবার Finally Submit Application অপশন আসবে, এতে ক্লিক করুন। এতটুক পর্যন্ত ঠিকভাবে করাহলেই আপনার অনলাইনে রেশন ডিলার পদে আবেদন জানানোর প্রক্রিয়া পুরান হবে।

রেশন ডিলার হওয়ার জন্য অফলাইনে কিভাবে করা যেতে পারে:

অফলাইন প্রক্রিয়াতে রেশন ডিলার পদে আবেদন করতে হলে আপনাকে ফর্ম সি (FORM C) ঠিকভাবে পূরণ করতে হবে। তার সাথে আবেদন ফি জমা দেওয়ার চালান সহ প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে জুড়ে সংশ্লিষ্ট মহকুমাশাসকের অফিসে দিতে হবে। আবেদনপত্রটি নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন বা খামে ভরে পোস্ট অথবা স্পিড পোস্টের সাহার্যে জমা দিতে পারেন।

WhatsApp Group Join Button Join Our WhatsApp Group

Leave a comment