এই সামাজিক প্রকল্পে ৬০ হাজার টাকা অনুদান দিচ্ছে মমতা সরকার! অনেকেই আবেদন করে ফলেছে

লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে ৫০০ টাকা বা কন্যাশ্রী প্রকল্প নয়। এমনকি সাড়া ফেলা স্বাস্থ্য সাথী প্রকল্পকেও পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এই প্রকল্পটি এখন খুব জনপ্রিয়। এই প্রকল্পে মমতাসরকার দিচ্ছে ৬০ হাজার টাকা। ফলে সম্পূর্ণ রাজ্যেসামাজিক সুরক্ষা যোজনায় (Samajik Suraksha Yojana) নাম লেখানোর হিড়িক পড়েছে।

রাজ্যে অনেক ব্যাক্তিই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নাম এখনো শোনেননি। কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রত্যেক বছর সন্তানের পড়াশোনার জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত সরকার থেকে সাহার্য পাওয়া যেতে পারে। এমনকি চিকিৎসার জন্যও পেতে পারেন ৬০ হাজার টাকা। এবং দুর্ঘটনায় মৃত্যু ঘটলে বা অঙ্গহানি হলে পরিবার পাবে ২ লক্ষ টাকা।

সরকারের তথ্য অনুসারে, বর্তমান পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন জানিয়েছে ১১ লক্ষ রাজ্যবাসী। সামাজিক সুরক্ষা যোজনায় আসলে রাজ্যের নিরাপত্তায় হীনতায় ভোগা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও তাঁদের পরিবারের কথা মাথায় রেখে চালু হয়েছে।

এই প্রকল্পেটির ফলে পরিবহণ ক্ষেত্র, ঠিকা শ্রমিক সহ যেকোন‌ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ছেলে মেয়ের পড়াশোনার বিষয়, চিকিৎসা সংক্রান্ত বিষয় পভৃতি সাহার্য পান। এক্ষেত্রে প্রকল্পের নাম নথিভুক্ত করতে জনগনকে কোন‌ও অর্থ খরচ করতে হয় না। সরকার প্রকল্পেটির অর্থ বহন করে। কিন্তু এর জন্য নিয়ম পালন করে আবেদন করতে হয়।

WhatsApp Icon Join our Group

সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি কি সুবিধা দেয়?

(1) অসংগঠিত ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তা অবদানের সাপেক্ষে কর্মীরা প্রতি বছর দুই শিশু স্কুল ফি পর্যন্ত পেতে পারেন।

(2) সন্তান যদি একাদশ শ্রেণিতে পড়েথাকে তাহলে ৪,০০০ টাকা পাবেন।

(3) দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীর জন্য পেতে পারেন ৫,০০০ টাকা ও ITI -তে পড়লে পাওয়া যাবে ৬,০০০ টাকা।

(4) স্নাতক স্তরের ছাত্র ছাত্রীর প্রত্যেক বছরের ৬,০০০ টাকা করে পাবেন।

(5) স্নাতকোত্তর ও পলিটেকনিক পড়ুয়ারা বছরে ১০,০০০ টাকা করে।

(6) যদি কেউ ডাক্তারি পড়েথাকে বা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং পরে তাহলে বছরে পাবেন ৩০,০০০ টাকা করে।

(7) সামাজিক সুরক্ষা যোজনার আওতায় থাকা পরিবারের কোন‌ও সদস্য দুর্ঘটনায় মৃত্যু ঘটলে পাবেন ১০,০০০ টাকা।

(8) কেউ অসুস্থ হলে ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের মাধ্যমে পাওয়া যাবে ২০,০০০ টাকা পর্যন্ত সাহায্য।

(9) আবার অসুস্থতার কারণে অস্ত্রোপচার করতে হলে ৬০,০০০ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে।

(10) কারোর স্বাভাবিকভাবে মৃত্যু ঘটলে পরিবার পাবে ৬০,০০০ টাকা আর্থিক সাহায্য।

(11) তবে দুর্ঘটনায় মারা গেলে বা কোন‌ও কারনে দৃষ্টিশক্তি চলে গেলে বা অঙ্গ হারালে পরিবার পাবে ২ লক্ষ টাকা সাহায্য।

এই প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে জেলা বা জেলা আঞ্চলিক কর্মসংস্থান পরিষেবা, জেলা বা পৌর কর্মসংস্থান প্রচার কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।

WhatsApp Icon Join our Group

Leave a comment