রাজ্যে বৃষ্টি আসবে জুন মাসের এই তারিখ থেকে, আবহাওয়া দপ্তর জানাল।

  • সাধারণত পয়লা জুন থেকেই রাজ্যে বর্ষা ঢুকে যায়। তবে এই বছর জুন মাসের 15 তারিখ পার হয়ে গেলেও গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। জুন মাসেও বৃষ্টির দেখা মেলে নি, শুধু তাই নয় রীতিমতো পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। রাজ্যের অনেক জেলাতেই এখন তাপমাত্রার পারদ 40 ডিগ্রির উপরে রয়েছে
  • গরমের তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, দুই 24 পরগণাসহ বাঁকুড়া, পূরুলিয়াতে
  • তবে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ। এমন গরমের হাত থেকে নাকি নিস্তার মিলবে খুব তাড়াতাড়ি**। কারণ, এবার নাকি রাজ্যে বর্ষা আসতে চলেছে। কিন্তু কবে আসছে স্বস্তির বৃষ্টি? এর উত্তরে আবহাওয়া দফতর জানিয়েছে, আর এক দুই দিনের মধ্যেই বর্ষা আসতে চলেছে রাজ্যে।
  • প্রতি বছর কেরালাতে পয়লা জুন বর্ষা ঢুকে গেলেও এই বছর অবশ্য সাত দিন পরে বর্ষার আগমন হয়। তাই, রাজ্যেও স্বাভাবিকের চেয়ে দেরীতে আসতে চলেছে বর্ষা। যদিও, স্বস্তির কথা হল, কেরালাতে দেরী করে হলেও বর্ষা অবশেষে ঢুকে পড়ার ফলে, কয়েকদিনের মাঝে উত্তরবঙ্গ হয়ে দক্ষিনবঙ্গেও আসবে বর্ষা। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেল, এই বছর দেশে বর্ষা হবে স্বাভাবিক।
  • এরমধ্যেই উত্তরবঙ্গে বর্ষার অনুপ্রবেশ ঘটলেও, দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে এখনো বেশ কয়েক ঘন্টা দেরী আছে বলে জানানো হল আলিপুর অফিস থেকে । আবহাওয়া দফতর এটিও জানিয়েছে যে, সম্পূর্ণ ভাবে বর্ষার আগমন না হওয়া পর্যন্ত এই অস্বস্তিকর গরম এবং আর্দ্রতাযুক্ত পরিস্থিতি বজায় থাকবে
  • আলিপুরের হিসেব অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা আস্তে চলেছে আগামী 18 জুন থেকে 21 জুনের মধ্যে। আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল থেকেই রাজ্যবাসীর বহু প্রতীক্ষীত বৃষ্টির দেখা পাওয়ার যথেষ্ট সম্ভবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাথে বিক্ষিপ্ত ভাবে ঝড়ের সম্ভবনাও রয়েছে।
  • তবে বৃষ্টি না আসা অবধি মিলবে না স্বস্তি। তাই, এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসীর।
  • প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বৃষ্টি না হওয়া অবধি তাপপ্রবাহ চলতে থাকবে রাজ্যে। এই কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই ভালো। বা বেরোলেও যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
WhatsApp Icon Join our Group

Leave a comment