প্রত্যেকে পাবেন মাসে ৩,০০০ টাকা পেনশন। আবেদন করুন প্রধানমন্ত্রী মানধন যোজনায়।

এই স্কিমের মাধ্যমে সকলকে ৩,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকরের তরফ থেকে। এই স্কিমের সুভিদা আপনিও পেতে পারেন। ভারত সরকারের এই স্কিম কিভাবে আপনি পাবেন, কারা এই স্কিম পাবে? নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেমন রিকশাচালক, কৃষক, নাপিত, ফেরিওয়ালা প্রভৃতি ভবিষ্যৎকে উপার্জনের জন্য নিশ্চিত করতে শ্রম যোগী মানধন যোজনা নির্ধারিত করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে উপরিউক্ত কাজের সাথে যুক্ত কর্মীরা মাসে মাত্র ৫৫ টাকা জমিয়ে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন বৃদ্ধ বয়সে। ৫৫, ২০০ টাকা জমিয়ে বছরে কমেতে ৩৬,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন।

কাদের জন্য এই স্কিম?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন স্কিম আবেদন করতে হলে আবেদনকারী কে কতাগুলি শর্ত মানতে হবে।

  • আবেদনকারী কে অসংগঠিত ক্ষেত্রের একজন কর্মী হতে হবে।
  • আবেদনকারীর অবর্ষই জনধন অ্যাকাউন্ট থাকা দরকার।
  • আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মাঝামাজি হওয়া দরকার।
  • আবেদনকারীর মাসের উপার্জন ১৫,০০০ টাকা অথবা তারও কম হওয়া আবর্ষক।

কিছু সীমাবদ্ধতা:-

  • আবেদনকারী Employees of Provident Fund, National Pension System অথবা Employees of State Insurance Corporation এর সদস্য/ সদস্যা হলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
  • Income Tax যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যোজনায় আবেদন করতে পারবেন না।

জরুরি কাগজপত্র :-

এই স্কিমে আবেদন করার জন্য নিচে উল্লেখিত কাগজপত্র গুলি প্রয়োজন।

  • আধার কার্ড।
  • পাসপোর্ট সাইজের কালার ফটো।
  • ব্যাঙ্ক একাউন্টের বিবরণ ।
  • প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট আইডি।

কি পদ্ধতিতে এই প্রকল্পে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় আবেদন করতে চাইলে কোনো তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। বা ব্যাঙ্কে গিয়ে উক্ত কাগজপত্রের সাহার্যে মানধন যোজনার ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

কি পদ্ধতিতে এই প্রকল্পের সুবিধা পাবেন?

বর্তমানে প্রায় ৪৪ লক্ষ লোকে এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী কে ৬০ বছর বয়স পর্যন্ত মাসে মাসে কিছু পরিমান টাকা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চয় করতে হবে। জনধন অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার পরে অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।

৬০ বছরের পরে আপনি মাসে কত টাকা পেনশন চাইছেন তার হিসেবে মাসে ৫৫ থেকে ২০০ টাকা করে সঞ্চয়ে মাধ্যমে প্রত্যেক মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।

WhatsApp Icon Join our Group

Leave a comment