Madhyamik Exam – দিতে হবে না পরীক্ষা আগামী বছর থেকে!!!, পরিষ্কার ভাবে জানিয়ে দিল এই রাজ্য সরকার

ঠিক শুনেছেন আপনি আগামী বছর ২০২৪ থেকে মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik Exam দেওয়া বন্ধ। National Education Policy এর নিয়ম মেনে ২০২৪ থেকে মাধ্যমিক পরীক্ষা আর না নেওয়ার একটি সিদ্ধান্ত গনেওয়া হল। এই সিদ্ধান্তটি আমাদের অর্থ্যাৎ পশ্চিমবঙ্গের সাথের রাজ্য আসাম রাজ্য সরকার এর তরফে ধার্য করা হল এবং আসাম সরকারের থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হল তারা এখন থেকে National Education Policy মেনেই শিক্ষা ব্যাবস্থার সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন।

মাধ্যমিক পরীক্ষার নতুন খবর ২০২৪ এর

কিন্তু আসাম রাজ্য সরকারের সিদ্ধান্তটি নিয়ে সকলদিকে প্রশ্ন উঠতে চলেছে যে তাহলে সব ছাত্র ছাত্রীরা নিজের মেধার প্রয়োগ কিভাবে করবে? এই Madhyamik Exam যদি না হয় শিক্ষার্থীরা পরীক্ষার প্রথম ধাপ কিকরে পুরণ করবে এটা নিয়ে সকল শিক্ষাবিদেরা চিন্তায় মুখে। শুধু স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত করা হতে পারে এটা বলে মনে করছেন অনেকে।

কিন্তু শিক্ষা বোর্ড পর্যায়ে এই পরীক্ষা নেওয়ার কোন সম্ভবনা নেই বলে জানানো হয়েছে। এটা নিয়ে তাড়াতাড়িঐ নতুন শিক্ষা বোর্ডগঠিত হবে বলে জানানো হল (Madhyamik Exam). আসামের রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত সকলকে জানানো হল যখন আসামের ২০২৩ সালের বোর্ড পরীক্ষার ফল দেওয়া হচ্ছিলো তখন। আগামী ২০২৪ সাল থেকে এই সিদ্ধান্ত নিচ্চিত ভাবে কার্যকর করা হবে।

Madhyamik Exam এই সিদ্ধান্ত শুধুমাত্র আসাম সরকারের থেকে নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে এখনো এই ধরণের কোন খবর দেওয়া হয়নি। বরং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এর সভাপতি রামানুজ গাঙ্গুলির তরফে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় ঘোষণা করে দেওয়া হল, ফেব্রুয়ারি মাসের প্রথমেই এই পরীক্ষা শুরু করে দেওয়া হবে।

কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য সরকারের তরফে কতগুলি নিয়মের পরিবর্তন করা হয়েছে (Madhyamik Exam). কিন্তু সম্পূর্ণভাবে জাতীয় শিক্ষানীতি এখনই পশ্চিমবঙ্গে শুরু করে দেওয়া কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে চিন্তা করা হবে। এই নিয়ে আপনাদের কি মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।

WhatsApp Icon Join our Group

Leave a comment